Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

 

ক্রঃ নং প্রকল্পের নাম প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের বর্ননা বাস্তবায়ন কাল প্রকল্পের বরাদ্দ (লক্ষ টাকায়) বাস্তবায়ন অগ্রগতি
1 বিশেষ গ্রামীন পানি সরবরাহ প্রকল্প গ্রামীণ জনপদে  নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান উক্ত প্রকল্পের আওতায় নির্ধারিত গ্রামীন জনপদের সুবিধাবঞ্চিত মানুষের  নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানে গভীর/অগভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে। চলতি অর্থ বছর ১৩,২০০.০০ চলমান
2 জাতীয় স্যানিটেশন (২য় পর্যায়) প্রকল্প সুবিধাবঞ্চিত/কম সচেতন মানুষের স্বাস্থ্যাভ্যাসগত সচেতনতা গড়ে তোলা উক্ত প্রকল্পের আওতায় নির্ধারিত গ্রামীন জনপদের সুবিধাবঞ্চিত মানুষের  নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানে  গভীর/অগভীর নলকুপ  স্থাপন করা হয়ে থাকে। চলতি অর্থ বছর ১,২২০.০০ কার্যক্রম চলমান।
3 উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ে পৌরসভা সমূহে পানি  সরবরাহ প্রকল্প দেশের বিভিন্ন  জেলা/ উপজেলায় পানির উৎস স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে নিরাপদ  পৌঁছে দেয়া এ প্রকল্পের একটি মূললক্ষ্য।

 




 
  চলতি অর্থ বছর   সমিক্ষা যাচাই চলছে
4 প্রাথমিক বিদ্যালয়ে নলকুপ ও ওয়াশ স্থাপন (PEDP-3) প্রকল্প কোমলমতি শিশুদের স্বাস্থ্যাভ্যাস এবং নিরাপদ পানিও  স্যানিটেশন নিশ্চিত করা এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির উৎস স্থাপন করা হবে। পাশাপাশি যে সকল বিদ্যালয়ে ল্যাট্রিন নেই সেখানে ছাত্র-  ছাত্রী-শিক্ষক ও শিক্ষিকার জন্য আলাদা আলাদা স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মান করা হবে। চলতি অর্থ বছর   চলমান
5 মাঝারী শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন  (জিওবি-এডিবি)  প্রকল্প মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেয়া দেশের বিভিন্ন মাঝারী আকারের জেলাশহরে  (পৌর এলাকায়) পানির  উৎস স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে নিরাপদ পানি  পৌঁছে দেয়া এবং স্কুল ও বসতি এলাকায় স্যানিটেশন ব্যবস্থা প্রদান করা এ  প্রকল্পের একটি মূল লক্ষ্য। চলতি অর্থ বছর ১৭,৭৩২.০০ চলমান